4
- এস,এম তফিজ উদ্দিনঃ
সিরাজগঞ্জের বিভিন্ন ¯’ানে রোপা আমন ধানের গাছের গোড়া পচন ও মাজড়া পোকার
আক্রমণের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই অনেক মাঠে সমারোহ ধান ক্ষেতে এ
পোকার প্রভাব বিস্তার ঘটছে। এ পোকা প্রতিরোধে কৃষকেরা জমিতে কীটনাশক স্প্রে
করছে। এতে অনেক কৃষক এ পচন ও পোকা দমনে হিমশিম খা”েছ। সংশ্লিষ্ট সূত্রে জানা
যায়, এবার সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন ¯’ানে প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে
ধানের চারা রোপন করেছে। মাঠে মাঠে এ ধান ক্ষেতের সমারোহ সৃষ্টি হয়েছে। বিশেষ
করে পড়ন্ত বিকেলে কৃষক ও নানা বয়সী মানুষ এ সবুজ ঘেরা দৃশ্য দেখতে যায়। কিš‘ গত
২ সপ্তাহ ধরে জেলার বিভিন্ন ¯’ানে ধান ক্ষেতে পচন রোগ ও মাজরা পোকা দেখা দিয়েছে।
অনেক ¯’ানে এ আক্রমণের প্রভাব বিস্তারও ঘটছে। ধানের গোরা পচনে গাছ সাদা হয়ে
যা”েছ এবং মাজড়া পোকা আক্রমণে ধান গাছের কান্ডে কেটে দি”েছ। এ কারণেও অনেক
ধান ক্ষেত বিনষ্ট হ”েছ। তবে এ জেলার শয্যভান্ডার খ্যাত তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর
উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন ¯’ানে এ রোগের আক্রমণ বেশি।
সংশ্লিষ্ট কৃষি বিভাগ এ পোকা দমনে কৃষকদের নানারকম পরামর্শ দি”েছ। এ পরামর্শে
কৃষকেরা ধান ক্ষেতে অনুমোদিত কীটনাশক এস্পায়ার (তরল) ও লোভাল পাউডারসহ
বিভিন্ন কীটনাশক ক্রয় করছে এবং পানিতে মিশিয়ে আক্রান্ত ধান ক্ষেতে স্প্রে করা
হ”েছ। এতে অনেক আক্রান্ত ধানক্ষেতের পচন ও পোকা দমন হ”েছ। তবে পচন ও পোকা দমনের
কীটনাশকের দাম বেশি থাকায় অনেক কৃষক ক্রয় করতে হিমশিম খা”েছ। বিশেষ করে ক্ষুদ্র ও
প্রান্তিক কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে আলোর ফাঁদে এ পোকা দমন করছে।
উল্লাপাড়া উপজেলার উলিপুর ও আমডাঙ্গা গ্রামের কৃষক খবির (৪২) ও বাবলু (৫৯) বলেন,
প্রতিবছর রোপা আমন ধান ক্ষেতে পচন ও পোকা ধরে। এজন্য কীটনাশক স্প্রে করে এ রোগ
প্রতিরোধ করতে হ”েছ। তবে বাজারে বিভিন্ন কীটনাশকের দাম বেশি বলে তারা উল্লেখ
করেন। ¯’ানীয় কৃষিবিদরা বলছেন, কিছুটা আবহওয়া পরিবর্তন ও ক্ষেতে পানি ধরে
থাকায় মাজড়া পোকার সৃষ্টি হয়ে থাকে এবং জমিতে বেশি সার প্রয়োগ করায় ধান
গাছে পচন সৃষ্টি হয়। এ পচন ও পোকা আক্রমণ কোন ভয়াবহ রোগ নয় এবং অনুমোদিত
কীটনাশক ব্যাবহার করলেই এ আক্রমণ দমন হয়ে থাকে। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-
পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, জেলার
বিভিন্ন ¯’ানে রোপা আমন ক্ষেতে এ মাজরা পোকা ও পচন রোগের প্রাদুর্ভাব দেখা
দিয়েছে। অনুমোদিত কীটনাশক আক্রান্ত জমিতে ব্যবহার করছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট
কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা ধান ক্ষেতে কীটনাশক ব্যবহার করছে এবং অনেক
আক্রান্ত ধান ক্ষেত থেকে এ পচন ও মাজড়া পোকা দমন হয়েছে। এতে কৃষকের কোন
দূশ্চিন্তার কারণ নাই বলে তিনি উল্লেখ করেন