Home » সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজা গ্রেপ্তার

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজা গ্রেপ্তার

0 মন্তব্য গুলি 8 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজাকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে ওই উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীর ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক চলতি বছরের ২৭ আগষ্ট তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং সেইসাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এ রায়ের পর থেকেই আসামি সেলিম রেজা আত্মগোপন করে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন