বিশেণ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত মিল মালিক আব্দুর রশিদের সাথে একই গ্রামের প্রতিপক্ষের জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে প্রায় ২ সপ্তাহ আগে মোটা অঙ্কের চাঁদা দাবী করে। এ চাঁদার টাকার না দিলে মিল পুড়িয়ে দেয়া হবে মর্মে নাকি চিরকুট ঝুলানো হয় এবং রোববার ভোরে ওই মিলে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে মিলের ধান ও জুট পুড়ে প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মিল মালিক বাদী হয়ে ওইদিন গভীর রাতে থানায় এ মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জে মিলে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
8
পূর্ববর্তী পোস্ট