Home » সিরাজগঞ্জে মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান

সিরাজগঞ্জে মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

স্টাফ রিপোর্টার:
অবিভক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্প মন্ত্রী, মুসলিম জাগরণের অন্যতম পুরোধা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ এর ঘনিষ্ট সহচর, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান, আধুনিক খোকশাবাড়ী ইউনিয়নের রুপকার, মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মরহুমের কবর জিয়ারত। সকাল সাড়ে ৮ টা থেকে দিনব্যাপী পবিত্র কোরআন খানি। বিকেল ৫ টায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব দরদী মরহুম ফরহাদ হোসেন ছিলেন একজন জনবান্ধব মানুষ তিনি ছিলেন আমার শশুর আব্দুল্লাহ আল মাহমুদের ঘনিষ্ঠজন। তিনি সারাজীবন এই ইউনিয়নের মানুষের জন্য দিয়ে গেছেন একজন চেয়ারম্যান হয়েও এই এলাকার উন্নয়ন করেছেন চোখে পরার মতো। তার ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করছি ও মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

banner

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন