বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাঁসগাতী গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কালো মুখোশধারী ডাকাতেরা ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা বাড়ির গৃহকর্তা রফিকুলসহ ৪ জনের হাত পা বেঁধে রাখে এবং আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্লালংকারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোররাত আনুমানিক ৩ টার দিকে কালা রঙ্গের বড় প্রাইভেট কারযোগে ৭/৮ জন ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা কেটে প্রবেশ করে এবং তারা ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে রফিকুল ইসলামসহ ৪ জনকে বেঁধে ফেলে এবং তাদেরকে মারপিট করে ফেলে রাখে। এ সময় ডাকাতেরা আলমারি ও সোকেজের তালা ভেঙ্গে প্রায় ১৮ ভরি বিভিন্ন রকমের স্বর্ণালংকার ও নগদ ৯২ হাজার টাকাসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা প্রায় ২ ঘন্টা যাবত এ লুটপাট করে। স্থানীয়রা টের পেয়ে ওই গৃহকর্তাসহ সবাইকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। পুলিশ এ ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকারসহ মালামাল লুট
পুলিশের গ্রেফতার অভিযান শুরু
5
পূর্ববর্তী পোস্ট