সিরাজগঞ্জ প্রতিনিধি:-
বৃষ্টি উপেক্ষা করে সিরাজগঞ্জ সদরের সায়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এবং কামারখন্দ উপজেলার জামতৈল রোডের একাংশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) ২০২৫ ইং বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার।
প্রচারণায় অংশ গ্রহণ করেন-
পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, যুবনেতা সুরুজ্জামান, শ্রমিক নেতা মোঃ নাঈম, রফিক সাঈদ, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় মির্জা মোস্তফা জামান বলেন, জনগণের মুক্তির রূপরেখা নিয়ে আসা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হলো এই দেশের নতুন সম্ভাবনার দিগন্ত। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার, এবং রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে বিএনপি মাঠে নেমেছে। আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি তারই অংশ।
তিনি আরো বলেন বৃষ্টি-ঝড় উপেক্ষা করে আমাদের এই প্রচারণা প্রমাণ করে বিএনপি গণমানুষের দল। জনগণের সাথে মিশে তাদের অধিকার ফেরাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি’র ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরেন যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, এবং শিক্ষা ও কর্মসংস্থানমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই কর্মসূচি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে।