Home » সিরাজগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

সিরাজগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 0 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে বৃদ্ধা আছমা খাতুনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ সদর উপজেলার কদমপাল গ্রামের বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোরে উল্লেখিত এলাকায় মহাসড়কের উপরে ওই বৃদ্ধার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন