বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৩) ধর্ষণ মামলায়র অভিযোগ প্রমাণিত
হওয়ায় সুলতান মাহমুদকে (৫৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে
তাকে এক লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া
হয়। সে কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের মাওলানা হযরত আলীর ছেলে। নারী
ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক বেগম সালমা খাতুন সোমবার
বিকেলে এ রায় দেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের আগস্ট মাসে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে
মিথ্যা প্রলোভন দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে যায় সুলতান মাহমুদ। এরপর হাত-পা
বেঁধে ও মুখে কাপড় গুঁজে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই
কিশোরীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায়
মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট
দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায়
ঘোষণা করেন।
সিরাজগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
3