বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমাছ মন্ডলকে (৫৬)
সাবেক সাধারণ সম্পাদক ময়নাল ইসলাম ক্বারী প্রাণনাশের হুমকির ঘটনায় থানায়
জিডি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এ জিডি তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে
জানা যায়, বিএনপির একজন সাবেক এমপির আলোচনা সভায় আলমাছ মন্ডল অংশ নেয়ায়
সম্প্রতি ওই ২ নেতার মধ্যে দ্বন্ধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে ময়নাল ইসলাম ক্বারীর
সমর্থকরা মোবাইল ফোনে আলমাছ মণ্ডলকে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ
করা হয় এবং ওই সাবেক এমপির নির্বাচনি প্রচারণা করতে আমাকে নিষেধ করা হয়। তার
প্রচারণা করলে প্রাণে মেরে ফেলা হবে। ময়নাল ইসলাম ক্বারী বিএনপির রাজশাহী
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ দলীয় মনোনয়ন প্রত্যাশী আমীর“ল
ইসলাম খান আলীমের সমর্থক। কেন্দ্রীয় নেতার সমর্থক হওয়ায় ছাত্র-জনতার আন্দোলনে
হাসিনা সরকার পতনের পর থেকেই তিনি উপজেলা জুড়ে একক আধিপত্য বিস্তার
করছেন। এদিকে আলমাছ মন্ডল বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদেরের
সমর্থক। এ ব্যাপারে ভ’ক্তভোগী নিজে বাদী হয়ে ওইদিন রাতে থানায় জিডি করেছেন। এ
ব্যাপারে চৌহালী থানার ওসি আব্দুল বারিক বলেন, এ জিডির সূত্র ধরে ইতিমধ্যেই বিশেষ
তদন্ত শুরু করা হয়েছে। এ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেয়া হবে বলে তিনি উল্লেখ
করেন।