Home » সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বাবা ইদ্রিস আলী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ মামলার অপর ২ আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তারা হলো, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী লাবুর সৎ মা ও হত্যার শিকার মৃত ইদ্রিস আলীর স্ত্রী রেনুকা বেগম ও লাবুর স্ত্রী ইসমত আরা বেগম। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান রোববার দুপুরে এ রায় দেন। ওই আদালতের এপিপি এ্যাডঃ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণে জানান, ২০২০ সালের ৩ মার্চ ভোরে ওই গ্রামের ইদ্রিস আলী নিজ ঘর থেকে নিখোঁজ হয়। তাকে বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পরদিন দুপুরে একই এলাকার অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুর থেকে গলায় ও পায়ে দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে তার ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার বিশেষ তদন্তকালে বাদী লাবু ও তার সৎ মা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং তদন্ত শেষে ওই থানার ইন্সপেক্টর তদন্তকারী অফিসার হুমায়ুন কবির এ মামলার বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন