বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় বড়াল নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ৪ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছিলেন হাজার হাজার নারী পুরুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়াল নদীর বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শুরু হলো এ নৌকাবাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগীতার প্রথম দিন বুধবার বিকেলে বাইচে শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা ও নাটোরসহ বিভিন্ন স্থানের কমপক্ষে ২১টি বাহারি পানসি নৌকা অংশগ্রহন করে। নিজ নিজ নৌকাকে সেরা দাবি করে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি নৌকার মাঝি-মাল্লা ও বাইছালেরা। বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার এদিন রঙ্গিন সাজে সেজে উঠেছিল। ভিটাপাড়া আজম ব্রাদার্স, স্বপ্নের তরি, শারির ভিটা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বস্তাল একতা এক্সপ্রেস, আল মদিনা এক্সপ্রেস, এলংজানি এক্সপ্রেস, উড়ন্ত বলাকা, নিউ উড়ন্ত বলাকাসহ বাহারি বাহারি নামের বাইচের নৌকা নদীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে চলে। বাইচ চলাকালে নৌকায় ও নদীর কূলে থাকা দর্শকের করতালি আর বাইচালদের বৈঠার আওয়াজে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকি বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা এ আনন্দে মেতে ওঠে। আগামী ২০’শে সেপ্টেম্বর চুড়ান্ত বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে এবং এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে থাকবে তিনটি মোটরসাইসেকল, দ্বিতীয় ৩ জনের জন্য ফ্রিজ ও সকল অংশগ্রহনকারিদের দেয়া হবে এলইডি টেলিভিশন। এ তথ্য নৌকাবাইচ আয়োজক কমিটি সূত্র থেকে জানানো হয়েছে।
3
পূর্ববর্তী পোস্ট