Home » সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরি ১০ লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরি ১০ লাখ টাকার মালামাল লুট

0 মন্তব্য গুলি 10 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের ঠিকাদার শফিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ওই বাড়ির বারান্দার গ্রীল কেটে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং আলমারির তালা ভেঙ্গে ও তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার দিন রাতে বাড়িতে ওই পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে চোরেরা এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায়। এ বিষয়ে কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, আমি ছুটিতে রয়েছি এবং এ ঘটনার বিষয়ে থানায় খোঁজ নিতে বলেন। ওই থানার সেকেন্ড অফিসার (এসআই) মেহেদী হাসান বলেন, ঘটনাটি জেনেছি। তবে এটি চুরি না ডাকাতি সে বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন