ক্রীড়া প্রতিবেদক : এ্যাড. মিঠুন রহমান
দীর্ঘদিন পর জমে উঠল সিরাজগঞ্জের ফুটবল আসর। জেলার ফুটবলপ্রেমীদের প্রাণের মাঠ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভা মিলিয়ে মোট ১০টি দল অংশ নেয়।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা শাহজাদপুর পৌরসভাকে পরাজিত করে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে রায়গঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয় উল্লাপাড়া উপজেলা একাদশ।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে পৌরসভা ও উল্লাপাড়ার খেলোয়াড়রা মাঠ কাঁপানো লড়াই উপহার দেন দর্শকদের। নির্ধারিত সময়ে উভয় দলই ২-২ গোলে সমতা ধরে রাখে। বাঁধভাঙ্গা দর্শকের উচ্ছ্বাসে মুখরিত স্টেডিয়ামে খেলাটির রোমাঞ্চ আরও বাড়ে। তবে দর্শকদের বিপুল ভিড়ের কারণে ট্রাইব্রেকার আয়োজন সম্ভব হয়নি।
পরিস্থিতি বিবেচনায় আয়োজক কমিটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে।
দিনভর উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করেছে সিরাজগঞ্জের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে। এদিনের ম্যাচটি নিঃসন্দেহে সিরাজগঞ্জের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।