বিশেষ প্রতিবেদকঃ
ঢাকা-ইশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই রেল স্টেশনে সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় আন্দোলনকারীরা বলেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস এ ৩টি আন্তনগর ট্রেন ওই স্টেশনে যাত্রাবিরতি করে না। এতে এ অঞ্চলের যাত্রীরা উল্লেখিত ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব ট্রেনের যাত্রাবিরতির দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা এবং দ্রুত সময়ের মধ্যে জনস্বার্থে এ দাবী বাস্তবায়নে জোর দাবী জানানো হয়েছে। এ কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশনে অপেক্ষা করতে থাকে। এ কারণে যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়ে। এ বিষয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান বলেন, শিক্ষার্থী ও স্থানীয়রা ৩টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইনের উপর আধা ঘণ্টা রেল শাটডাউন কর্মসূচী করেছে। ওই সময় বনলতা এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আটকা পড়েছিল। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন আলোকিত বাংলাদেশকে বলেন, তাদের দাবী চলাকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশের পদক্ষেপে আধা ঘন্টা পর এ কর্মসূচী প্রত্যাহার করা হয় এবং বনলতা এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের দিকে চলে যায় বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদকঃ এস,এম তফিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত বাংলাদেশ।
সিরাজগঞ্জে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন
6
পূর্ববর্তী পোস্ট