বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে প্রায় ১০০ জন সরকারি চাকরিপ্রাপ্ত সফল প্রার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে জব প্রাইভেট প্রোগ্রামের আয়োজনে ওই প্রতিষ্ঠানের ক্লাস রুমে এ সংবর্ধনা দেয়া হয়। প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক দেব সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধর, প্রভাষক দোলা খাতুন, গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এম.এ করিম প্রমূখ।
বক্তারা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। যারা জব প্রাইভেট প্রোগ্রামে পড়ে চাকরি পেয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এরআগেও ওই প্রতিষ্ঠান থেকে সরকারি চাকরিপ্রাপ্ত সফল ৭৩ প্রার্থীকে সংবর্ধনা ও তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।