বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে এডিস মশার উপদ্রব ক্রমশঃ বাড়ছে। এ মশার কামড়ে আরো ৩৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় বিভিন্ন স্থানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩১ জন। এতে স্বাস্থ্য বিভাগ কিছুটা তৎপর হয়ে উঠেছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ৪ নারীসহ ৩৩১ জন এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং এরমধ্যে ২৯২ জন সুস্থ হয়েছেন। এ রোগে আক্রান্ত ৩৯ জন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিক্যাল হাসপাতাল, খাঁজা ইউনুস আলী, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ পৌরসভা, কাজিপুর ও রায়গঞ্জে এ ডেঙ্গু রোগের প্রার্দুভাব বেশি। এদিকে কয়েক সপ্তাহ আগে সিভিল সার্জন অফিসের কীট তথ্য বিভাগ সিরাজগঞ্জ সদর হাসপাতাল রোডসহ পৌর এলাকার একাধিক স্থানে এডিস মশার লার্ভা পেয়েছে। সিভিল সার্জন অফিস এডিস মশার লার্ভা প্রতিরোধে সিরাজগঞ্জ পৌরসভাসহ সবকয়টি পৌরসভায় দিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ট্রাক, বাস গ্যারেজ, ফুলের টপ, জলাশয়, ড্রেন, টায়ার, ডাবের খোসা ও জমানো পানি থেকে এডিস মশার প্রভাব বিস্তার ঘটে থাকে। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এডিস মশা প্রতিরোধে যথানিয়মে জনসচেতনতা বৃদ্ধিসহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গঠিত ৩টি টিমের নেতৃত্বে এডিস মশা নিধনে স্প্রে করা হয়েছে। ইতিমধ্যেই পৌর এলাকায় জনসচেতনতায় মাইকিংও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জে এডিস মশার উপদ্রব বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত ৩৯
5
পূর্ববর্তী পোস্ট