বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৬ মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ থামছেই না। রাতভর লাইট জ্বালিয়ে সংঘর্ষ ভাংচুর লুটপাট ইটপাটকেল বাটুল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৩ দিনের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে পৌর এলাকার হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধারাতে ওই ২ মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে একপর্যায়ে বউ বাজার ও আনারস ঘাট মহল্লাবাসী জড়িয়ে পড়ে এবং শনিবার রাতে মোল্লাপাড়া ও বাগানবাড়ি মহল্লা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা জগ লাইট, টর্চ লাইট, লেজার লাইট জ্বালিয়ে রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং সংঘর্ষকারীরা ইটপাটকেল, বাটুল নিক্ষেপ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা চালায় এবং গভীর রাতে এ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা হয়। এ তুমুল সংঘর্ষে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
6