Home » মহাসড়কে কারে ডাকাতির ঘটনায় পুলিশের মামলা বিশেষ তদন্ত শুরু

মহাসড়কে কারে ডাকাতির ঘটনায় পুলিশের মামলা বিশেষ তদন্ত শুরু

সামাজিক যোগাযোগে ভিডিও ভাইরাল

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় অবশেষে পুলিশ
বাদী হয়ে মামলা হয়েছে। পুলিশ এ মামলায় অজ্ঞাত ডাকাতদের গ্রেফতারে মাঠে নেমেছে।
তবে এ ঘটনায় এখনও ভিকটিমকে খুঁজে পায়নি পুলিশ এবং এ মামলার বিশেষ তদন্ত শুরু
হয়েছে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
জানান, শুক্রবার রাতে উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকার ঢাকা যা”িছল। এ সময় যমুনা
সেতু পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ডাকাতেরা— প্রাইভেটকার
থামিয়ে ডাকাতি করে এবং ওই কারের লোকজনকে মারপিট করে লুটপাতের ঘটনা ঘটায়।
এ ঘটনার সময় পেছনে একটি প্রাইভেট কার থেকে ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী
মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই
ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে এক ডাকাত পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে
আঘাত করছিল। পুলিশ এ ভিডিও এর সূত্র ধরে ভিকটিমকে খুঁজছে এবং ডাকাতদের
গ্রেফতারে অভিযান চালায়। কিš‘ গত ২ দিনেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার
করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে অবশেষে এএসআই রমজান আলী বাদী হয়ে রোববার সকালে
অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার সূত্র
ধরে ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতারে পুলিশ ও পুলিশের গোয়েন্দা সং¯’ার সদস্যরা
মাঠে নেমেছে। এছাড়া ওই মামলার ভিকটিমকেও খোঁজা হ”েছ এবং বিশেষ তদন্তেও পুলিশ
কাজ করছে। আশা করা হ”েছ শীঘ্রই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে এবং
ভিকটিমকে পাওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। এদিকে মহাসড়কের বিভিন্ন
¯’ানে চুরি ডাকতির ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। অবশ্য পুলিশ কর্মকর্তারা বলছেন,
মহাসড়ক জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। ডাকাতেরা বিশেষ কৌশলে ২/৪ মিনিটের
মধ্যেই এসব ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে ডাকাতির ঘটনার ভিডিও ভাইরাল
হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বিশিষ্টজনেরা এমন অভিমত ব্যক্ত করেছেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন