ক্রীড়া প্রতিবেদক, এ্যাড. মিঠুন রহমান:
দীর্ঘ প্রতীক্ষার পর ফুটবলপ্রেমীদের জন্য জমে উঠলো সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবলের অন্যতম বৃহৎ আসর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
অদ্য বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার মাননীয় প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব গণপতি রায়। সিরাজগঞ্জ জেলার ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী খেলায় মাঠে নামে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ বনাম সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলই আক্রমণ–প্রতি আক্রমণে খেলাকে প্রাণবন্ত করে তোলে। তবে শেষ পর্যন্ত পৌরসভা একাদশ ১–০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।
খেলার নায়ক ছিলেন পরাজিত দলের গোলরক্ষক মোঃ শাহিন রেজা, টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করেন।
ম্যাচটি পরিচালনা করেন রেফারি মোঃ শাওন ফারুক। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল হক চঞ্চল, ফেরদৌস আলম ও হাফিজুল ইসলাম। ধারা বিবরণীতে ছিলেন দিনাজপুর থেকে আগত মোঃ খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জ জেলার অন্যতম ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ।
এই জমজমাট সূচনা সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দর্শকদের আশা, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে উত্তেজনাপূর্ণ ও স্মরণীয়।