ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের শাজাহানপুর ফুটবল মাঠে চলছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শাজাহানপুর তরুণ সংঘের আয়োজনে ও পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এ আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
৮ আগস্ট জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী এমপি। উদ্বোধনী খেলায় বেলকুচি ফুটবল একাদশ ১-০ গোলে সলঙ্গা একাদশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরবর্তীতে শাহী হালিম ফুটবল একাদশ (জামতৈল) ও ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব (কামারখন্দ) নিজেদের খেলায় জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে ।
অদ্য ২৩/৮/২০০২৫ ইং তারিখ রোজ শনিবার সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব (সিরাজগঞ্জ রোড) কানসোনা ফুটবল একাদশকে ১/০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে ।
চারটি ম্যাচেই রেফারির দায়িত্ব পালন করেন ফিফা তৃণমূল কোচ ও বাফুফে সনদপ্রাপ্ত রেফারি মো. রেজাউল করিম খোকন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আরও উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় স্থানীয় দর্শকরা।