Home » শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কামারখন্দের দুর্দান্ত জয়।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কামারখন্দের দুর্দান্ত জয়।

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক: এডভোকেট মিঠুন রহমান।

সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগবাটি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ প্রশাসনের সহযোগিতায়, মোঃ জহুরুল হক মন্টুর তত্ত্বাবধানে এবং বাগবাটি যুব সমাজের আয়োজনে চলছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

গত ২৯ আগস্ট (শুক্রবার) হাজারো দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন ২ নং বাগবাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ জহুরুল হক মন্টু।

অদ্য ২৭ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব (কামারখন্দ) রোমাঞ্চকর লড়াইয়ে নওগাঁ ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে।

banner

আয়োজক কমিটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমী দর্শকদের খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন