লাদাখের রাজ্য মর্যাদা দাবির আন্দোলনের মুখপাত্র পরিবেশবাদী অধিকারকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে পুলিশবাহিনী শুক্রবার দুপুর আড়াইটায় ওয়াংচুককে তার লেহর বাড়ি থেকে গ্রেপ্তার করে। খবর এনডিটিভির
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের এক দিন আগে সোনম বলেছিলেন, এই আন্দোলনের জন্য তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাতে তিনি খুশিই হবেন।
এর আগে ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সেই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মীর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ এনে তার লাইসেন্স বাতিল করেছে। তার সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তও শুরু করেছে।
এদিকে বৃহস্পতিবার ওয়াংচুক বলেন, তার সংগঠন কোনো বিদেশি অনুদান নেয়নি। তবে জাতিসংঘ, সুইস ও ইতালীয় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেছে এবং সব কর পরিশোধ করেছে। তিনি বলেন, ‘তারা এটাকে বিদেশি অনুদান ভেবে ভুল করেছে। আমি এটাকে সরকারের ভুল বলেই মনে করি। তাই তেমন কিছু মনে করি না। তবে এটি অনুদান নয়, ব্যবসায়িক লেনদেন।’
পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে বুধবার লেহতে চারজন নিহত হন, আহত হন ৮০ জন।
সূত্র: সমকাল।