বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রায়গঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছালো উল্লাপাড়া উপজেলা দল। ফাইনালে সিরাজগঞ্জ সদর উপজেলা দলের মুখোমুখী হবে তারা। এ নিয়ে এলাকাভিত্তিত আনন্দ উৎসবও চলছে। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শনিবার বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের মুখরিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত রায়গঞ্জকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে যায় উল্লাপাড়া দল। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন উল্লাপাড়া উপজেলার খেলোয়াড় জোবায়েল। এরআগের দিন শুক্রবার সিরাজগঞ্জ সদর পৌরসভা ৩-১ গোলের ব্যবধানে তাড়াশ উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এ টুর্ণামেন্ট কমিটির মিডিয়া উপকমিটির আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জ সদর উপজেলা ও উল্লাপাড়া উপজেলার মধ্যে ফাইনাল খেলা আগামি ১৯ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে অনিবার্য কারণবশতঃ সেই দিন ফাইনাল খেলাটি হবে না। পরবর্তী সময়ে ফাইনাল ম্যচের তারিখ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
3
পূর্ববর্তী পোস্ট