এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে উদযাপন ও মাঠের ভঙ্গিমা নিয়ে পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানকে জবাবদিহি করতে হয়েছে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে। শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে দুই খেলোয়াড়ই লিখিত জবাব দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
বিসিসিআইয়ের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই আইসিসি এই শুনানি আয়োজন করে। অভিযোগে বলা হয়, ফারহানের অর্ধশতক পূর্ণের পর উদযাপন এবং হারিস রউফের মাঠে ‘ছয় আঙুল দেখানোর ভঙ্গি’ রাজনৈতিক বার্তা বহন করেছে।
শুনানিতে ফারহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার উদযাপন একেবারেই ব্যক্তিগত। এটি রাজনৈতিক উদ্দেশ্যে নয় এবং ভারতের বিরুদ্ধে কোনো ইঙ্গিতও ছিল না।
অন্যদিকে রউফকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা জিজ্ঞাসা করেন, ‘আপনারা আসলে মনে করেন এর মানে কী?’ লিখিত জবাবে তিনি জানান, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। রিচার্ডসন এক পর্যায়ে বলেন, ‘তোমার ভঙ্গিটি হয়তো অন্য কিছুর উদ্দেশ্যে ছিল।’ জবাবে রউফ বলেন, ‘আপনিই বলুন, আমি আসলে কোথায় ইঙ্গিত করছিলাম?’
কেন বারবার একই ভঙ্গি করেছেন—এমন প্রশ্নে রউফ ব্যাখ্যা দেন, ‘এটি কেবল ভক্তদের উদ্দেশ্যে ছিল, অন্য কিছু নয়।
উল্লেখ্য, গত রবিবার দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ চলাকালে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘিরে বিসিসিআই আনুষ্ঠানিক অভিযোগ জানায়। বুধবার ই-মেইলের মাধ্যমে পাঠানো অভিযোগটি আইসিসি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ওঠে আসে ফারহানের অর্ধশতক পূর্ণের পর উদযাপন এবং ফিল্ডিংয়ের সময় রউফের ভঙ্গি, যা নিয়ে ভক্তদের মধ্যে তর্ক-বিতর্ক চলতে থাকে।