Home » মোস্তাফিজের নতুন বিশ্বরেকর্ড, টিম সাউদি পেছনে ফেলে

মোস্তাফিজের নতুন বিশ্বরেকর্ড, টিম সাউদি পেছনে ফেলে

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

সাকিব আল হাসানকে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি পেছনে ফেললেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ‘কাটার মাস্টার’ নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

অবসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টি ম্যাচে ১২৩ ইনিংসে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দিয়েছেন কিউই পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এটি ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজ সাউদির তুলনায় ৩ ডট কম ছিলেন।

banner

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭টি ডট দিয়ে তিনি সাউদিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন। মোস্তাফিজ কম ইনিংস ও কম বল ব্যবহার করে এই রেকর্ড স্পর্শ করেছেন— ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে ১১৪২টি ডট।

উইকেটসংখ্যায় এখনও এগিয়ে রয়েছেন সাউদি। মোস্তাফিজকে পেছনে ফেলতে ১৩টি উইকেটের অপেক্ষা রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫২ উইকেট নিয়ে তিনি তৃতীয় সেরা শিকারি। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, ১০৫ ম্যাচে ১৭৯ উইকেটসহ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন