Home » ভোলায় জেলেদের জিম্মি করে চাঁদা আদায় মামলায় যুবদল নেতা গ্রেফতার

ভোলায় জেলেদের জিম্মি করে চাঁদা আদায় মামলায় যুবদল নেতা গ্রেফতার

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

ভোলার মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদা আদায়ের মামলায় সাবেক যুবদল নেতা ইসমাইল মুন্সি (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলে হানিফ রাঢ়ী বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতার ইসমাইল মুন্সি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক। মামলার অন্য আসামিরা হলেন— মো. নোমান মুন্সি, মো. কিরন ঢালী ও মো. হেলাল মাঝি।

banner

এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার চরপাতালিয়ার ভডোর খালসংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় স্পিডবোটে করে এসে চারজন জেলেদের মারধর করে, দেশীয় অস্ত্রের মুখে বেঁধে ফেলে ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ সময় প্রায় ৫০ হাজার টাকার মাছ ছিনিয়ে নেয়া হয় এবং পরে এক আড়তদারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট থেকে ইসমাইল মুন্সির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ইসমাইল মুন্সিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন