Home » ব্যাট হাতে ব্যর্থ হলেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে সাইম আয়ুব

ব্যাট হাতে ব্যর্থ হলেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে সাইম আয়ুব

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন পাকিস্তানের সাইম আয়ুব। ৭ ম্যাচের মধ্যে ৪টিতেই শূন্য রানে আউট হন তিনি। তবে বল হাতে ঝলক দেখাতে পেরেছেন এই তরুণ অলরাউন্ডার। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেছেন ৮ উইকেট। আর এই পারফরম্যান্সেই উঠেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে।

টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ভারতের হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন সাইম আয়ুব। শীর্ষ থেকে সরে গেছেন হার্দিক, এখন তিনি দুই নম্বরে। সাইমের চেয়ে ৮ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি।

এশিয়া কাপে আলো ছড়ানোয় র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাও।

banner

অন্যদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে গড়েছেন অনন্য রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্টে, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন