Home » বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। আর এ কারণে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ সময় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

banner

সূত্র: আলোকিত বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন