তৃণমূলের সংবাদ ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক। হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এ অবস্থায় অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তিনি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি অনেক ক্রীড়া সংগঠক ইতোমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়েই সমালোচনার মুখে পড়েছেন আসিফ মাহমুদ।
বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। সভাপতিদের কাউন্সিলর দিতে বলা হয়েছে, ডিসিদের ধমক দেওয়া হয়েছে। নির্বাচনের ফিক্সিংয়ের চেষ্টা ওনারা করেছেন।”
তিনি আরও দাবি করেন, নির্বাচনকে ঘিরে কাউকে হুমকি দেওয়ার প্রমাণস্বরূপ তাদের কাছে কলরেকর্ড ও ডকুমেন্টস রয়েছে।
সবচেয়ে আলোচিত দাবি হলো— “কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ দিয়েছে। বিরাট সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছে। দেশের জন্য এটা লজ্জাজনক।”
পাপনের মতো আচরণের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “পাপন ভাইয়ের সময় কাউন্সিলররা আসতেন রাজনৈতিক পরিচয়ে। আওয়ামী লীগের সভাপতি, সদস্য বা নেতার ছেলেরা আসতো। যাদের ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পর্কই ছিল না। তাহলে পাপন ভাইয়ের ছকে আমায় কীভাবে বলছেন?”
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এনএসসি কোটায় এখনো দুজন পরিচালক চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একইসঙ্গে নির্বাচনের স্বার্থে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।