Home » ‘বিপর্যস্ত’ ভারত ঝুঁকছে চীনের দিকে

‘বিপর্যস্ত’ ভারত ঝুঁকছে চীনের দিকে

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

বিভিন্ন দেশের পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। তাতে বিশ্বব্যাপী নতুন মেরূকরণ সৃষ্টি হয়েছে। এ শুল্কে কার্যত বিপর্যস্ত ভারত বাণিজ্যের নতুন বাজার অন্বেষণে শুরু করেছে তোড়জোড়। এরই মধ্যে দেশটি চিরবৈরী চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে।

চলতি সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র। এ প্রেক্ষাপটে ভারতের ঘনিষ্ঠতা এ অঞ্চলে সম্পর্কের এক নতুন সমীকরণকে সামনে এনেছে, যা নিয়ে বিশ্লেষকরাও বিভাজিত।

একসময় ভারতে ট্রাম্পকে সংবর্ধনা দিয়ে ‘বন্ধু’ সম্বোধন করেন মোদি। দেশটির অনেকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের জন্য পূজাপাঠও করেন। সেই ট্রাম্পই ভারতের পণ্যে সবচেয়ে বেশি ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন। গত ২৭ আগস্ট তা কার্যকর হলে দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়। এরই মধ্যে ডলারের বিপরীতে রুপির মূল্য কমে রেকর্ড ৮৮ দশমিক ১৫ হয়েছে।

এ নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। শুল্কের ধাক্কা সামাল দিতে মোদি অভ্যন্তরীণভাবে কিছু পদক্ষেপ নিচ্ছেন। তিনি বিপদে পড়া রপ্তানিকারকদের কর ছাড় দেবেন। কিন্তু সবকিছুর পরও দিল্লি একটা অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে রয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ছিল তাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ। প্রতিবছর ভারত দেশটিতে আট হাজার ৬০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করত, যা ছিল ভারতে যুক্তরাষ্ট্রের রপ্তানির তিন গুণ।

banner

মার্কিন শুল্ক আরোপের ধাক্কা কত বড়, তা ভারতের জিডিপি প্রবৃদ্ধির ওপর প্রভাব থেকে অনুমেয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৮ শতাংশ কমতে পারে। গতকাল বৃহস্পতিবার বিবিসি জানায়, চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের তিন হাজার ৫০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি কমে যেতে পারে।

দিল্লিভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিসিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, এ বাস্তবতায় ভারত এক ধরনের প্রতীকী জবাবের দিকে গেছে। বহু মেরুর পৃথিবীতে তারা চীন, জাপান ও রাশিয়ার দিকে এগোচ্ছে, যা প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ।

ভিসার শর্ত কঠিন করছে যুক্তরাষ্ট্র
ভারতীয়দের জন্য ভিসার শর্ত কঠিন করারও বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এইচ১বি ভিসা পরিবর্তনের বার্তা দিয়েছেন। ভিসাটি সবচেয়ে বেশি ব্যবহার করেন ভারতীয়রা।

ভারত এখন ‍শূন্য শুল্কের প্রস্তাব দিচ্ছে– দাবি ট্রাম্পের
এনডিটিভি জানায়, ভারতের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে।’ গত মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘ভারতে আমাদের পণ্য প্রবেশে এখন শুল্ক নেওয়া হবে না বলে জানিয়েছে। কোনো শুল্ক নেওয়া হবে না।’ তিনি বলেন, ‘আমরা শুল্ক আরোপ না করলে তারা কখনোই এ প্রস্তাব দিত না।’

‘ইউক্রেনে শান্তির জন্য শুল্ক আরোপ অপরিহার্য’ 
ট্রাম্পের অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা করেছেন মার্কিন আদালত। সেই বাস্তবতায় আদালতে আবেদন করা হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টে  ট্রাম্প প্রশাসন বলেছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের ওপর শুল্ক আরোপ অপরিহার্য।

“সুত্র: দৈনিক সমকাল”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন