স্টাফ রিপোর্টার:
ররিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ মাঠে হোসেনপুর ১১ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা হয়েছে। আগামি বৃহস্পতিবার ( ২ অক্টোবর) রেলগেট ট্রাকস্ট্যান্ড এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১১,১২,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে যে মতবিনিময় সভা করবেন,সেই মতবিনিময় সভা সফল করতে ১১ নং হোসেনপুর ওয়ার্ড বিএনপির এই সভা অনুষ্ঠিত হয়।
১১ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ মিন্টু সেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ রাশেদ খান লেবু,১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক কাউন্সিলর জয়নাল আবেদন তারা,নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নীপু ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক,সাবেক আহবায়ক আব্দুল মতিন রিপন, জেলা যুবদলের প্রথম সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আব্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ময়নুল ইসলাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, শহর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন পরামানিক ও শহর ছাত্রদলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কর্মসূচি সফল করার পাশাপাশি আগামি জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কর্মসূচি সফল করতে
হোসেনপুর ১১ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা।
4
পূর্ববর্তী পোস্ট
1 মন্তব্য
Đường link sv388 link luôn được cập nhật thường xuyên để tránh bị chặn. Mình đã thử và thấy rất hiệu quả khi truy cập qua các đường link dự phòng này. sv388 link