Home » বান্দরবানের লামায় নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

বান্দরবানের লামায় নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক :
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজের ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে। এ সময় লামা থানা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন ও লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

নিহত সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

বৃহস্পতিবার সকালে সোহান ও তার বন্ধু শাকিল লামা মাতামুহুরী নদীর তীর ঘেঁষে সাদাপাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে নদীতে গোসল করতে নামেন। এ সময় পানির স্রোতে ভেসে যান সোহান। তবে শাকিল সাঁতার কেটে উপরে উঠে আসেন।

শাকিল জানান, নদীতে নামার পর হঠাৎ স্রোতের টানে সোহান ডুবে যায়। সঙ্গে সঙ্গে রিসোর্টে গিয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

banner

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। টানা ২২ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার সকালে ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করা সম্ভব হয়।”

লামা থানা পুলিশের ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন