Home » বগুড়া এইচআরপিবি’র কমিটি পুনর্গঠন

বগুড়া এইচআরপিবি’র কমিটি পুনর্গঠন

0 মন্তব্য গুলি 26 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিনিধি:
হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) বগুড়া ইউনিট পুনর্গঠন উপলক্ষে গতকাল ১৪ই সেপ্টেম্বর বগুড়া জেলা আইনজীবী সমিতির গওহর আলী ভবনে এ্যাড. মোঃ আব্দুল লতিফ পশারী ববি সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এবং উত্তরাঞ্চলের কো-অর্ডিনেটর এ্যাডঃ শহীদুল ইসলাম সরকার।

আলোচনা সভা শেষে পরামর্শের  ভিত্তিতে পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রমে এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ পশারী ববি কে প্রেসিডেন্ট, এ্যাডঃ আহসান হাবীব সরকার (ময়না) কে ভাইস প্রেসিডেন্ট, এ্যাডঃ রাব্বী রাশেদ রিজভী (মিঠু) কে সেক্রেটারী, এ্যাডঃ আল-আমিন আখন্দ কে জয়েন্ট সেক্রেটারী, এ্যাঃ হাবিবুল হাসান ড্রেক কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন