Home » পারিশ্রমিক বিতর্কে সাদিয়া আয়মান

পারিশ্রমিক বিতর্কে সাদিয়া আয়মান

0 মন্তব্য গুলি 7 জন দেখেছে 0 মিনিট পড়েছেন

নায়িকা সাদিয়া আয়মান। ২০১৯ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করলেও, ২০২২ সালে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ তাকে এনে দেয় তারকাখ্যাতি। বর্তমানে তিনি লাখ টাকা পারিশ্রমিক পান, কাজের ধরন বুঝে যা পৌঁছে যায় কয়েক লাখ পর্যন্ত। এই পারিশ্রমিক নিয়ে বিতর্কে সাদিয়ার স্পষ্ট জবাব, ‘মানুষ আমার পারিশ্রমিক নিয়ে এত কথা বলে। তাহলে যারা এই পারিশ্রমিক দিয়ে আমাকে নিচ্ছেন, নিশ্চয়ই তারা তেমন ফিডব্যাকই পাচ্ছেন বলেই নিচ্ছেন।’ অভিনয়জগতে মাত্র কয়েক বছরের পথচলায় যে পরিমাণ জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন, তা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে সাদিয়া আয়মান ধীরেসুস্থে, নিজের অবস্থান পোক্ত করে এগোতে চান বলে জানান।

‘সুত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন