ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ছবির জন্য এবার বড় উদ্যোগ নিয়েছে দেশটির রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সব সিনেমা হলে একটা নির্দিষ্ট সময়ে বাংলা ছবি চলা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অর্থাৎ ৩৬৫ দিনে সিঙ্গল স্ক্রিনে ৩৬৫টি বাংলা ছবির শো চলবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
কয়েক দিন আগেই বাংলা ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকরা। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। সেখানেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।আর আজ বুধবার সেই সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শন বা শো দেওয়া বাধ্যতামূলক করা হলো। এই প্রাইম টাইম ঠিক করা হয়েছে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। সব হলে প্রাইম টাইমে একটি করে শো বাংলা ছবিকে দিতেই হবে সিঙ্গল প্লেক্সে।
৩৬৫ দিনে ৩৬৫টি শো চলবে সিঙ্গল স্ক্রিনে। স্ক্রিনের সংখ্যা বেশি হলে বাড়বে শো সংখ্যাও। যেমন দুটি স্ক্রিন হলে বছরে ৭৩০টি শো, ৩টি স্ক্রিন থাকলে বছরে ৩৭৬৫×৩, অর্থাৎ ১০৯৫টি শো, ৪টি স্ক্রিন থাকলে ৩৬৫×৪, অর্থাৎ ১৪৬০টি শো চলবে বাংলা ছবির। এই কটা শো চালাতেই হবে হল মালিকদের।
প্রশ্ন উঠেছে, যদি বাংলা ছবি না চলে, তাহলে কী হবে।এই প্রশ্নের উত্তরে অরূপ বিশ্বাস জানান যে তিনি আশাবাদী। তিনি বিশ্বাস করেন, ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে, আর সেগুলো ভালো ব্যবসাও করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার একই সঙ্গে রিলিজ করছে বাংলা ছবি ‘ধূমকেতু’ ও ‘ওয়ার ২’। ফলে একটা উদ্বেগ তৈরি হয়। অভিযোগ, বলিউডের ছবি সব সময় শর্ত দিয়ে থাকে যে সারা দিন সেই ছবিই চালাতে হবে হলে। হল মালিকরাও সেই শর্ত মেনে নেন! আর তাতেই আপত্তি বাংলার প্রযোজক, ডিরেক্টরদের।
সূত্রঃ কালের কণ্ঠ