সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দিঘলগ্রাম মাঠে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দিঘলগ্রাম যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে ।
হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল। চরম প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল সেই দলগুলোর নাম #ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব ,কামারখন্দ # বাঁকুয়া যুব ও ক্রীড়া উন্নয়ন একাডেমী ,উল্লাপাড়া #কানসোনা ফুটবল একাদশ# উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ একাডেমি।
গত ২০/০৭/২০২৫ ইং তারিখ রোজ রবিবার উক্ত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব, কামারখন্দ বনাম উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ একাডেমি। খেলায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব কামারখন্দ উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ একাডেমী কে ৩/১ গোলে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
গত ২৩/০৭/২০২৫ ইং তারিখ রোজ বুধবার উক্ত টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাকুয়া যুব ও ক্রীড়া উন্নয়ন একাডেমী ,উল্লাপাড়া বনাম কানসোনা ফুটবল একাদশ। খেলায় বাঁকুয়া যুব ও ক্রীড়া উন্নয়ন একাডেমী, উল্লাপাড়া কানসোনা ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
গত ৩১/০৭/২০২৫ ইং তারিখ বুধবার দিঘলগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত দিঘলগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫ ইং এর ফাইনাল খেলায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব, কামারখন্দের বিপক্ষে বাঁকুয়া যুব ও ক্রীড়া উন্নয়ন একাডেমী, উল্লাপাড়া অংশগ্রহণ করে। চরম প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে টানটান উত্তেজনায় খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব কামারখন্দ০১- বাঁকুয়া যুব ও ক্রীড়া উন্নয়ন একাডেমীক ০১ গোলে খেলা সমাপ্ত হয়। পরবর্তীতে ট্রাই বেকারের মাধ্যমে ইয়াং স্টার ক্লাব কামারখন্দ জয় লাভ করে। দীঘলগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত দিঘলগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর চ্যাম্পিয়ন পুরস্কার জিতে নেয় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব কামারখন্দ । উক্ত ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় ইসাহাক (গোল কিপার)। উত্ত ফাইনাল খেলাটি পরিচালনা করেন -মোঃ মহসিন আলম , সহকারী রেফারী হিসেবে দায়িত্ব করেন- মোঃ ইয়াহিয়া সরকার ও মোঃ তরিকুল ইসলাম মেজর।
দিঘলগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে আলোচনা করে জানা যায় – গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রসারের লক্ষ্যে ও সামাজিক ভাতৃত্ব বন্ধন সৃষ্টির উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দিঘলগ্রাম সর্বস্তরের জনসাধারণের ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর সকল আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে এবং আগামীতে আমরা যুবসমাজ সকলের সহযোগিতা নিয়ে এরকম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করব । (ইনশাআল্লাহ)
তথ্য প্রচারে – এ্যাডঃ মিঠুন রহমান।