বাংলাদেশের প্রতিটি কোণে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে — কিছু আনন্দের, কিছু বেদনার, আবার কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। কিন্তু এর সব খবর কি আমাদের কাছে সঠিকভাবে পৌঁছায়? বহু সময়ই দেখা যায়, সাধারণ মানুষের কথা সংবাদপত্রের শিরোনামে আসে না, তৃণমূলের বাস্তব চিত্র হারিয়ে যায় শহরের আলো-ঝলমল প্রতিবেদনের ভিড়ে।
তৃণমূল সংবাদ জন্ম নিয়েছে সেই শূন্যতা পূরণ করতে। আমরা বিশ্বাস করি, সংবাদ শুধু বড় শহরের নয় — প্রত্যন্ত গ্রাম, কৃষকের মাঠ, নদীর পাড়, মফস্বলের চায়ের দোকান, এমনকি সাধারণ মানুষের চোখের জল ও হাসিও খবরের অংশ।
আমাদের অঙ্গীকার—
সত্যের প্রতি অবিচল থাকা
গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকা
মানুষের কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেওয়া
অধিকার, ন্যায় ও নৈতিকতার পক্ষে কলম চালানো
আমরা পক্ষ নিই সত্যের, মানুষের, এবং ন্যায়ের। আমাদের প্রতিটি সংবাদ হবে তথ্যভিত্তিক, যাচাই করা, ও পাঠকের কাছে জবাবদিহিমূলক।