3
একটি গণতান্ত্রিক সমাজে মানুষের প্রকৃত শক্তি নিহিত থাকে তৃণমূলে। গ্রাম, মফস্বল, শ্রমজীবী মানুষ কিংবা প্রান্তিক কৃষকের জীবন-সংগ্রামই আসলে আমাদের সমাজের মেরুদণ্ড। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের অনেক কথা ও সমস্যাই থেকে যায় উপেক্ষিত, পৌঁছায় না মূলধারার গণমাধ্যমে।
তৃণমূল সংবাদপত্রের লক্ষ্য হলো সেই নীরব কণ্ঠগুলোকে উচ্চারণ করা, অবহেলিত মানুষের সুখ-দুঃখকে সামনে আনা। স্থানীয় খেলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি কিংবা সামাজের নিত্যদিনের সমস্যা— সবকিছুরই প্রতিফলন ঘটবে এই পাতায়।
আমরা বিশ্বাস করি, সংবাদ শুধু শহরের নয়, সংবাদ শুধু রাজনীতির নয়— সংবাদ হলো সাধারণ মানুষের। আর সেই সাধারণ মানুষের কথাই হবে আমাদের মূল আলোচ্য বিষয়।
এই পথে আমাদের যাত্রা শুরু। পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও আন্তরিক সমর্থনেই “তৃণমূল” এগিয়ে যাবে মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে।