Home » ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তাড়াশের দুর্দান্ত জয়

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তাড়াশের দুর্দান্ত জয়

0 মন্তব্য গুলি 8 জন দেখেছে 1 মিনিট পড়েছেন
ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) জমে উঠেছিলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। এদিন তাড়াশ উপজেলা ফুটবল একাদশ মুখোমুখি হয় চৌহালী উপজেলা ফুটবল একাদশের। একতরফা লড়াইয়ে তাড়াশ ৫-০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে।
বিজয়ী দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান টুটুল। তার অসাধারণ খেলা ও দুটি গোল টিমকে জয়ের পথে এগিয়ে নেয়। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তাকে ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।
ম্যাচটি পরিচালনা করেন রেফারি মোঃ হাফিজ উদ্দিন। সহকারী রেফারি হিসেবে ছিলেন আলহাজ্ব ফিরোজ ইসলাম, আবু হানিফ ও শাহিন ইসলাম। খেলাটির ধারাবিবরণীতে অংশ নেন দিনাজপুরের মোঃ খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মাহমুদ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে এবারের ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যা ইতোমধ্যেই সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন