Home » ‘জনগণের আস্থা ফিরিয়ে আনার সময় এখনই’

‘জনগণের আস্থা ফিরিয়ে আনার সময় এখনই’

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

‘জনগণের আস্থা ফিরিয়ে আনার সময় এখনই’

দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি বিষয় আজ স্পষ্ট—জনগণ আর আড়ালে থাকা প্রতিশ্রুতিতে আস্থা রাখতে চাইছে না। তারা চায় স্বচ্ছতা, জবাবদিহি আর কার্যকর পদক্ষেপ। নানা সময়ে ক্ষমতাসীনরা উন্নয়নের নানা দিক তুলে ধরলেও বাস্তব অভিজ্ঞতায় সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে ভিন্ন প্রশ্ন। মূল্যস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি কিংবা প্রশাসনিক জটিলতা—এসব সমস্যার উত্তর তারা কেবল আশ্বাসে নয়, বাস্তব পরিবর্তনে খুঁজছে।

আমাদের সমাজে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে জনস্বার্থের চাইতে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এ বাস্তবতা দীর্ঘদিন ধরে জনগণের আস্থা ক্ষয় করেছে। অথচ জনগণের আস্থা হারিয়ে গেলে গণতন্ত্র শক্ত ভিত্তি পায় না।

এখনই সময় নতুন করে ভাবার। যারা নেতৃত্বে আছেন, তাদের মনে রাখতে হবে—জনগণই তাদের শক্তির উৎস। প্রতিশ্রুতির রাজনীতি নয়, এখন দরকার বাস্তব কাজের রাজনীতি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলার উন্নতিই হতে পারে জনগণের আস্থা ফেরানোর একমাত্র উপায়।

banner

তৃণমূলের সংবাদ বিশ্বাস করে—জনগণের কল্যাণে সত্যিকার পরিবর্তনের অঙ্গীকার এখন শুধু প্রয়োজনীয় নয়, জরুরি। আর সেই পরিবর্তন আসতে পারে একমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছ নেতৃত্বের মধ্য দিয়ে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন