আব্দুল লতিফ, চৌহালী- (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, মৎস্যজীবী, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
4
পূর্ববর্তী পোস্ট