Home » চৌহালীতে কার্ডধারী মহিলাদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

চৌহালীতে কার্ডধারী মহিলাদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ওই উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ৩৮৮ জন কার্ডধারী দুঃস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এ কারণে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। এছাড়া উপকারভোগীরা সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান সে বিষয়ে নিয়মিত তদারকি করা হবে। ওই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, ইউপি সচিব হাফিজুর রহমান, ট্যাগ অফিসার রিয়াজ হোসেন, ইউপি সদস্য শাহিন সিকদার, আমিরুল ইসলাম সুরুজ, আবু সাইদ, রবিউল ইসলাম, নারী ইউপি সদস্য তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন