Home » চিরতরুণ আবুল হায়াত

চিরতরুণ আবুল হায়াত

দেশের অভিনয় অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবুল হায়াত। পাঁচ দশকের বেশি সময় ধরে করছেন অভিনয়। লেখালেখিতেও তাঁর বিচরণ। আগামীকাল এই কিংবদন্তির ৮১তম জন্মদিন। বিশেষ দিনে তাঁকে নিয়ে লিখেছেন টেলিভিশন ব্যক্তিত্ব ও কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

আবুল হায়াত ভাইকে নিয়ে অন্য রকম একটা গল্প আছে আমার। এই সুযোগে সে গল্পটাই বলি। তিনি তখন মঞ্চ, টেলিভিশন ও প্যাকেজ নাটকের একচ্ছত্র অভিনেতা। তাঁর অভিনীত চরিত্রগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

তখন ইমপ্রেস টেলিফিল্ম অনেক নাটক ও টেলিছবি তৈরি করছে। বিটিভি ও চ্যানেল আইতে সেসব প্রচারিত হচ্ছে। দর্শকপ্রিয়তাও পাচ্ছে। চ্যানেল আই নতুন টিভি চ্যানেল।

ভালো ভালো নাটক দেখিয়ে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু যাদের নিজস্ব পরিচয় আছে, বিজ্ঞাপনদাতাদের কাছে গ্রহণযোগ্য, সংস্কৃতি অঙ্গনে যাঁদের চাহিদা বেশি, তাঁদের একত্র করব কিভাবে? এ রকম এক গভীর চিন্তায় পড়ে গেলাম। আবুল হায়াতের সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীদের এক ছাতার তলে কিভাবে আনা যায়? আমরা চাইলাম হায়াত ভাই নাট্য পরিচালনায় আসুক।

তখন বিপাশা হায়াত ও তৌকীর জুটি হিসেবে খুব খ্যাতি অর্জন করেছে। তাঁদের বিয়ে হয়নি। তৌকীর আহমেদও তখন নাটক পরিচালনায় আগ্রহী।

banner

ভেবে দেখলাম, খ্যাতিমানদের সঙ্গে নাটক করতে গেলে ছোটখাটো সমস্যা হয়। শিডিউল নিয়ে, সম্মানী নিয়ে, চুক্তিনামা নিয়ে নানা জটিলতা।

নামিদামি শিল্পীদের ম্যানেজ করা সাধারণ কাজ নয়। আবুল হায়াত ভাইকে দায়িত্ব দিলে এই বিড়ম্বনা হবে না। অনেক ভালো ভালো নাটক নির্মাণ হবে। দর্শকরাও তা ভালোবেসে গ্রহণ করবে। তার পরের গল্প তো ইতিহাস।

হায়াত ভাই, বলতে আজ দ্বিধা নেই আমাদের ক্ষুদ্র কিন্তু তীক্ষ্ন বুদ্ধির বলেই আপনাকে পরিচালক হিসেবে পেয়েছি। আপনার ৮১তম জন্মদিনে যদি হিসাব করা যায়, তবে দেখা যাবে ৮১-এর বেশি টিভি নাটক হয়তো আপনি নির্মাণ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। আমার দুই মেয়ে মেঘনা আর মোহনাও আপনার অনেক নাটকে অভিনয় করেছে। এখনো বিশেষ দিনে আমার মা কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প নিয়ে আপনিই সযত্নে নাটক নির্মাণ করে চলেছেন। হায়াত ভাই, আমরা সবাই মিলে একটি বৃহৎ পরিবারের অংশ। আপনার জন্মদিনের এই শুভ লগ্নে আমার সরল স্বীকারোক্তি নিশ্চয়ই আপনাকে আনন্দ দেবে। চিরতরুণ হায়াত ভাই আপনি শতায়ু হোন। আপনার জন্য নিরন্তর শুভকামনা সব সময়।

‘সুত্র: দৈনিক কালেরকন্ঠ”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন