ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্ডীদাসগাতী ভাতারিয়া হাতেম হাসিল উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও চন্ডীদাসগাতী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়।
গত শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় আমরাঙ্গা উলিপুর উল্লাপাড়া ফুটবল একাদশ বনাম চন্ডীদাসগাতী ইয়াং স্টার ক্লাব ফুটবল একাদশ। টানটান উত্তেজনা ও চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে চন্ডীদাসগাতী ইয়াং স্টার ক্লাব। ফলে তারা এবারের চন্ডীদাসগাতী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রসার ও সামাজিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সর্বস্তরের জনগণের আন্তরিক অংশগ্রহণ ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরিচালনা কমিটি আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে— ভবিষ্যতেও যুব সমাজের সহযোগিতায় এরকম আরও চমৎকার টুর্নামেন্টের আয়োজন করা হবে।