তৃণমূলের সংবাদ ডেস্ক:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ঝরে যাচ্ছে প্রাণ। দীর্ঘদিন ছয় লেন করার আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ফের মানববন্ধনে নেমেছে স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী মোটরস্টেশনে ‘ছয় লেনের দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুত সময়ে মহাসড়ক ছয় লেন করার পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এ সড়ক অনেক জায়গায় পাড়ার গলির চেয়েও সরু। জাঙ্গালিয়ার মতো অংশ ঢালু ও আঁকাবাঁকা হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায় না।
ছয় লেন বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান।
এ সময় বক্তব্য দেন ছয় লেন বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন মিজান, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী, মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লা চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা শাখার সমন্বয়ক জহির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান রাইহান, নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর, ডাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন প্রমুখ।
বক্তারা আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এ সড়কের উন্নয়নের দাবি জানাচ্ছেন। কিন্তু সরকার কেবল আশ্বাস দিয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত কাজ শুরু না হলে তারা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।