Home » চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার আশেপাশে

চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার আশেপাশে

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকাতে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কল্পলোক আবাসিক এলাকার একটি প্লটে অস্থায়ীভাবে নির্মাণ করা গুদামে বিকালে আগুন লেগে গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পাশাপাশি পাশের কয়েকটি সেমিপাকা বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের চাক্তাই (লামার বাজার) ও চন্দরপুরা ইউনিটের চারটি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

banner

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান জানান, “এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।”

ভুক্তভোগীরা প্রাথমিকভাবে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন