Home » গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক ব্লকেড, মানুষের ভোগান্তি

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক ব্লকেড, মানুষের ভোগান্তি

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ব্লকেড কর্মসূচিতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-জয়দেবপুর সড়ক ছিল কার্যত অচল। ব্লকেডের কারণে দুটি সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

বুধবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বেলা ১২টার দিকে জয়দেবপুর শিমুলতলী সড়কের ডুয়েট গেটের পাশে এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে তারা মিছিলসহকারে ভুরুলিয়া রেলগেট, শিববাড়ি হয়ে পাঁচ কিলোমিটার পাঁয়ে হেঁটে চন্দনা চৌরাস্তায় মোড়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

banner

গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ডাকা সড়ক ব্লকেড সর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলীরা চান্দনা চৌরাস্তায় ঢাকা-জয়দেবপুর, শিমুলতলীগামী সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে ওই তিন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। এছাড়া এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তারা বলেন, বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। তাদের প্রতিটি দাবি দেশের চালিকাশক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ারে আঘাত হানে। এ দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।

সংগঠনের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বলেন, আজকের মতো কর্মসূচি এক হলেও তাদের দাবি আদায়ের আন্দোলন শেষ হয়নি। তাদের দাবি মানা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মীমাংসিত কোনো বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই।

এদিকে দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দুটি মহাসড়ক অবরোধের ফলে সঙ্গে উত্তর পশ্চিম অঞ্চলের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। দুই মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) উপপুলিশ কমিশনার আশরাফ উদ্দিন জানান, বেলা একটা থেকে তিনটা পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীরা চন্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত সড়ক বন্ধ করে রাখে। বেলা ৩টার দিকে তারা কর্মসূচি শেষ করে চলে যান।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন