Home » ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সামুদ্রিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ

ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সামুদ্রিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 0 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর (SIDS) সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (IMO) স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তিনি বৈশ্বিক সামুদ্রিক ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। আবিদা ইসলাম বলেন, বাংলাদেশ ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতার মতো যৌথ লক্ষ্যগুলো এগিয়ে নেওয়া যায়।

অংশগ্রহণকারীরা বাংলাদেশের টেকসই সামুদ্রিক ব্যবস্থাপনা প্রচেষ্টার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সামুদ্রিক কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকাকে স্বাগত জানান।

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন