Home » কম খরচে লাভ বেশি

কম খরচে লাভ বেশি

সিরাজগঞ্জে বাঁশ বাগান চাষে কৃষকের মাঝে স্ব”ছলতা সৃষ্টি

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

এস,এম তফিজ উদ্দিনঃ
সিরাজগঞ্জের বিভিন্ন ¯’ানে বাঁশ বাগান চাষে অনেক কৃষকের মাঝে স্ব”ছলতার
সৃষ্টি হয়েছে। বাজারে বাঁশের দাম ভালো থাকায় এ স্বাবলম্বীতে কৃষকেরা খুশি।
খরচ কম, লাভ বেশিতে অনেক কৃষক এ চাষে আগ্রহী হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে
জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন ¯’ানে চলতি মৌসুমে প্রায় ১ লাখ
হেক্টর জমিতে বাঁশ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকের আগ্রহে এ লক্ষ্যমাত্রার চেয়েও
বেশি জমিতে এ বাঁশ চাষ হয়েছে। তবে এ জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ¯’ানে এ বাঁশ চাষ বেশি হয়ে থাকে। বাড়ির
আঙিনা, পতিত জমি, পুকুরপাড়, ভিটেমাটি এমনকি রাস্তার ধারে পর্যন্ত এ
বাঁশ লাগানো হয়ে থাকে। তবে পতিত জমিতে এ জেলার অনেক ¯’ানে বাঁশ চাষে
কৃষকেরা আগ্রহী হয়ে উঠছে। এ অঞ্চলে বড় বাঁশা, মাকলা, তল্লা, বাঁশনি বাঁশ
বেশি দেখা যায়। যমুনার ঘাট এলাকা, হাট বাজারসহ বিভিন্ন ¯’ানে এসব বাঁশ
বিক্রি হয়ে থাকে। প্রতিটি বাঁশ গড়ে ৩’শ থেকে ৪’শ টাকায় বিক্রি হয়ে
থাকে। বিশেষ করে যমুনা নদী দিয়ে প্রতিবছরই বাঁশের ভেলা ভাসিয়ে বাঁশ বিক্রি
করতে যায় বিভিন্ন মাজারের ওরস শরীফে। এছাড়া ছোট খাট ঘরবাড়িসহ বিভিন্ন
উন্নয়ন কাজেও এ বাঁশ ব্যবহার হয়ে থাকে। তবে গ্রামঞ্চলে এসব বাঁশের ব্যবহার
বেশি হয়ে থাকে এবং দিন দিন বাঁশের চাহিদা ও দামও বাড়ছে। যে কারণে খরচ কম,
লাভ বেশি হওয়ায় কৃষকেরা এ চাষে আগ্রহী হয়ে উঠেছে। ¯’ানীয় কৃষকেরা
বলছেন, এসব বিভিন্ন বাঁশের ছোপ ও বাগান থেকে এসব বাঁশের চারা সংগ্রহ
করে সারাবছরই উল্লেখিত পরিত্যাক্ত জমি ও ¯’ানগুলোতে বাগান হিসেবে লাগানো
হয়ে থাকে। বাগান ও ছোপ গুলোতে অল্পদিনের মধ্যেই বাঁশ গজিয়ে ওঠে। এসব
পূর্ণাঙ্গ বাঁশ যমুনা নদীর বিভিন্ন ¯’ানের ঘাটসহ বিভিন্ন হাট বাজারে এ
বাঁশ বিক্রি করা হয়। ব্যবসায়ীরা পাইকারী হারে এসব বাঁশ ক্রয় করে ট্রাকযোগে
দেশের বিভিন্ন ¯’ানে সরবরাহ করছে। কৃষকের চেয়ে তারাই বেশি মুনাফা অর্জন
করছে। লাভজনক এ বাঁশ চাষে খরচ একেবারেই কম হওয়ায় আগ্রহী হয়ে উঠেছে
কৃষকেরা। এ বিষয়ে কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক আব্দুল জব্বার
মোহাম্মদ আহসান শহীদ সরকার বলেন, এক পরিসংখ্যানে দেখা যায়, সিরাজগঞ্জের
৯টি উপজেলার বিভিন্ন ¯’ানে প্রায় ১ লাখ হেক্টর জমিতে এসব বাঁশ চাষ হয়েছে।
খরচ কম, লাভজনক এ বাঁশ বাগান চাষে কৃষকের আগ্রহ বাড়ছে এবং এসব
বিভিন্ন প্রজাতের বাঁশের দাম বাজারে ভালো থাকায় কৃষকেরা খুশি বলে উল্লেখ
করেন তিনি।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন