Home » এসএসসি পাসে সিপাহি নেবে আনসার-ভিডিপি

এসএসসি পাসে সিপাহি নেবে আনসার-ভিডিপি

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

প্রার্থী বাছাইয়ে মেডিক্যাল ও লিখিত পরীক্ষা

বাছাই পরীক্ষা হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে (সফিপুর, গাজীপুর)। বাছাই পরীক্ষার সময়সূচি প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। প্রার্থী নির্বাচনে পর্যায়ক্রমে প্রাক-প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। বাছাই পরীক্ষার দিন প্রার্থীর প্রয়োজনীয় সনদ ও কাজগপত্র সঙ্গে আনতে হবে।

সিপাহিদের দায়িত্ব

পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অপারেশন এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সঙ্গে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করতে হয় সিপাহিদের। এ ছাড়া সরকারি-বেসরকারি স্থাপনায়ও নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব পালন করতে হয়। তা ছাড়া আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি কাজে সহায়তা, দুর্যোগ মোকাবেলা, নির্বাচনে সহায়তা, মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তাসহ কর্তৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়।

banner

প্রশিক্ষণ ও বেতন-ভাতা

বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ছয় মাসের প্রশিক্ষণে অংশ নিতে হবে।প্রশিক্ষণকালে বিধি মোতাবেক পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল (২০১৫) অনুযায়ী ১৭তম গ্রেডে ৯০০০-২১,৮০০ টাকা বেতন ও প্রাপ্য ভাতা পাবেন। ব্যাটালিয়নে যোগ দেওয়ার তারিখ থেকে প্রথম দুই বছর শিক্ষানবিশকাল ধরা হবে।শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করা হবে। স্থায়ী নিয়োগপ্রাপ্তরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকিভাতা, চিকিৎসা সুবিধা, রেশন ও নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা

ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সাধারণ প্রার্থীর বেলায় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর বেলায় ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে প্রায় ৫০ কেজি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ৪৭ কেজি।সাধারণ প্রার্থীর বুকের মাপ কমপক্ষে ৩২ থেকে ৩৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ৩০ থেকে ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬। অবশ্যই অবিবাহিত (পুরুষ) হতে হবে। ২০ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছর। বাংলাদেশি নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র (আবেদন কপি বা স্লিপ থাকলেও হবে) থাকতে হবে। তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন যেভাবে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের (www.ansarvdp.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে সিপাহি পদের আবেদনের লিংক পাওয়া যাবে। সেখানে ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম যথাযথ পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পর আবেদনের কপি প্রিন্ট ও ডাউনলোড করে রাখুন। পরবর্তী প্রক্রিয়ায় এটি কাজে লাগবে।

সূত্রঃ কালের কণ্ঠ

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন